Header Ads

Header ADS

About me

ব্যর্থ মানুষ



















 

কলমের নাম


সাগর আল হেলাল


নিবন্ধনের নাম


মোহাঃ হেলাল উদ্দিন খান


জন্মস্থান


কুষ্টিয়া জেলার কুমারখালী থানার যদুবয়রা গ্রামে


পৈত্রিক ভিটে


পাবনা জেলার সদর থানাধীন নলদহ গ্রামে

************************************************

সাগর আল হেলাল

গীতিকারঃ বাংলাদেশ বেতার ও টেলিশিশন

প্রকাশিত ছড়ার বই- 

টকদই

ঘোড়াগাড়ি টমটম


প্রকাশিত কবিতার বই

আলী হোসেনের জবনবন্দী

চক্রবিন্দু



গান রচনাঃ একক কণ্ঠে গাওয়া এলবামের শিল্পী

আশরাফ উদাস

মমতাজ

রাশেদ জামান

শান্ত

শরীফ উদ্দীন

হাসিনা চৌধুরী

খাদিজা বিথি

এস. বিজয়

স্মৃতি

এস রিপন

স্বাধীন

অন্যান্য


গান রচনাঃ যৌথভাবে গাওয়া একক এলবাম

পলাশ ও শান্ত

রাশেদ জামান ও শান্ত

নাসির খান ও শান্ত

এস এম শরৎ ও শান্ত

অন্যান্য


মিশ্র রচনা অন্যান্য শিল্পী

কুমার শানু

সাবিনা ইয়াসমিন

বেবী নাজনিন

রবি চৌধুরী

খুরশিদ আলম

আসাদ খান

উস্তাদ দেলোয়ার হোসেন

ফাতেমা খাতুন

আবুল কাশেম

মোঃ শাহজাহান

আবু বকর সিদ্দীক

চম্পা

রাজিয়া


এবং আরও অনেক শিল্পীবৃন্দ






একটি দেশের গানের মুখরা


যে তোমার রূপ বদল করে
হাসে যারা জয়ের হাসি
আমরা নেই তাদের দলে-

তোমার, 
চাষের জমি জলের নদী কোথায় গেলো চলে
ধানের চাষী ঘাটের মাঝি ভাসে অশ্রু জলে
মাগো, ভাসে অশ্রু জলে।





No comments

Powered by Blogger.