Header Ads

Header ADS

মানুষের পাশে দাঁড়ান

 


- একটি মানবিক পোস্ট



রাহুল গান্ধী কাদের ভয়ে ম্যাঁ ম্যাঁ করে। বৈদিক ধর্মের লোকেরা যেভাবে পথভ্রষ্ট হয়েছে, তাতে বিজেপি ধর্মের নামে যেই রাজনীতি করছে- একটা মেয়ের প্রতিবাদেই সারা পৃথিবীতে তার কবর রচিত হয়েছে।

ধর্মীয় লোকের ভোটের তোয়াক্কা না করে কংগ্রেস যদি মানুষের জন্য রাজনীতি করে, তাহলেই তারা গ্রহণযোগ্যতা পাবে। ব্রাহ্মণরা বৈদিক ধর্মের অনুসারী নয়, তারা ধর্মের প্রবর্তক এবং যথারীতি সংখ্যালঘু। সংখ্যালঘুরা আজ প্রচার প্রোগাণ্ডার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠদের উপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে।

কর্তৃত্ববাদীরা চিরকালই সংখ্যালঘু থাকে। নানান কূটকৌশল প্রয়োগে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে সক্ষম।

রাহুল গান্ধীকে বলছি, মানুষের জন্য কথা বলুন। ভোটের চিন্তা মাথা থেকে ঝেরে ফেলেন। মানুষের পাশে দাঁড়ান। মানুষ আপনার পাশে দাঁড়াবে।
-
০৯.০২.২০২২

No comments

Powered by Blogger.