Header Ads

Header ADS

নক্ষত্র ইত্যাদি

রাত ঘন অন্ধকার অস্থির শরীর পৃথিবীর
নীড়ে পাখি ফেরে নি এখনো,
এখনো হাসে নি চাঁদ জাগে নি নিহারীকা
ছোটে নি ঘ্রাণময় হাস্নাহেনা
মানুষেরা শুধু বন্ধ করেছে চৌকাঠের কপাট...
বিদগ্ধ এখনো ঢেউয়ের নদী, ঝর্ণা চঞ্চল
বিষুব রেখায় জমছে শিশির
দেয় নি অনুমতি পশ্চিমের বাতাস
মুখ ভার সূর্যের ভাঙছে না ঘুম
রাত্রিও পারে নি হতে সুন্দরী তিলোত্তমা...
গেলাসের পর গেলাস ফুরিয়ে যায় প্রেমরস
জাগে না ভালোবাসা,
দূরের নিকট সেও চলে যায় দূরে
বিরহী সময় শুষ্ক চোখে দিন গোনে
মিলছে না পাখিদের ঘরে ফেরার ডাক...
বদ্ধ বাতাসে দুঃখহীন কান্না হাসি আনন্দহীন
মানুষ অভ্যাসের বশে
খায়, ঘুমায়, জাগে দিনপঞ্জীর স্বার্থে
মানুষ, তোমাকে ডাকছে মানুষ
তোমার অপেক্ষায় চাঁদ, পাখি, নক্ষত্র ইত্যাদি...
-

সাগর আল হেলাল

১৩.০২.২০১৯




No comments

Powered by Blogger.