Header Ads

Header ADS

আত্মত্যাগ ও একটি ভালোবাসা

 // সাগর আল হেলাল //


উস্কানী একটি মারত্মক ব্যাধি। শরীরের এক জায়গায় চুলকালে, অন্য জায়গাতেও চুলকানী চুলবুলি করে। বাংলাদেশ একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে। ভারত বাংলাদেশের স্বাধীনতা লাভে সর্বোচ্চ সহায়তাকারী দেশ। দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ অনেক তথ্যই জানতে পেরেছে দেশবাসী। ভারতের সহযোগিতাকে একবাক্যে স্বীকার করে নেয় সবাই। আমিও।

বিয়ের বরযাত্রীদের মধ্যে যত সুন্দর ছেলেই থাক, যার বিয়ে সে-ই রাজা। সবাই তাকে ঘিরেই যাবতীয় আমোদ আহ্লাদ করে। তাকেই প্রমোট করে। ৭১ এ বাংলাদেশ ক্ষুদ্র এবং গরীব স্বাধীন রাষ্ট্র হিসাবে আবির্ভূত হওয়ায় তারই আসলে নায়ক হওয়ার কথা ছিলো। কিন্তু দেখা যায়, পশ্চিম পাকিস্তানের আত্মসমর্পন হলো ভারতীয় জেনারেলের কাছে। বিয়ের আসরে কবুল কে বললো, সে কথা নিয়ে কেউ ভাবে কি! বাসর হয় বর ও বধুর মধ্যেই। আমরাও এমনটিই ভেবেছিলাম আনন্দের আতিসহ্যে।


ভারতীয় সিনেমা এই উপমহাদেশ তথা সারা বিশ্বেই এখন জনপ্রিয়। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা বর্ণিত ছবিকে পুঁজি করে ছবি বানালেন “গুন্ডে”। সমালোচনার ঝড় উঠলো। উঠে এলো আরেক কাহিনী। ১৯৭১ সালে ভারতের কাছে পাকিস্তান পরাজিত হয়েছে। বাংলাদেশের যুদ্ধ কোথায় গেলো? কোথায় গেলো ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের আত্মত্যাগ! ১৬ ডিসেম্বর ভারত পাকিস্তানের বিরুদ্ধে তাদের বিজয় উদযাপন করে, হোক না ম্লান তাতে বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠান।

সবকালে সব দেশে থাকে কিছু নিখাদ দেশ প্রেমিক। বাংলাদেশ তার ব্যাতিক্রম হয় কি করে ? এই দেশপ্রেমীরা না চায় হতে রাষ্ট্র পরিচালনার দাবীদার, না হতে চায় রাজনৈতিক বেনিফিসিয়ারী। তারা কেবল দেশের ভালো চায়, তারাই মূলত আত্মবলীদান দিয়ে থাকে। যে ভাবে দিয়েছিলো একাত্তরে। এমন দেশপ্রেমিকের রক্ত কি বৃথা যায় ! রাষ্ট্রপক্ষ পররাষ্ট্র নীতির কারণে হোক, কিংবা ক্ষমতার লোভে হোক- ভারতের এহেন কার্যক্রমকে মুখ বুঁজে সহ্য করলেও দেশপ্রেমীরা প্রতিবাদ করে। মার খায়। একাত্তরের মতোই।

-

১০.০৩.২০২২

1 comment:

Powered by Blogger.