Header Ads

Header ADS

লিখে আনন্দ পাই, তাই লিখি

// সাগর আল হেলাল // 


কেন লিখি? প্রশ্নটি মাঝে মধ্যেই বিব্রত করে। ঢের দিন থেকে। প্রথমদিকে যখন লিটল ম্যাগাজিনে লেখা পাঠাতাম বা লেখা সংগ্রহ করতাম। টাকা-পয়সা খরচ হতো। লিটল ম্যাগাজিনে বা দৈনিক পত্রিকায় লেখা ছাপা না হলে, ভাবতাম- কেন লিখি?

পুরনো প্রশ্নটি আজও তাড়া করে বেড়ায়। কেন লিখি ? আজ আবার মনে হলো। এর একটা যথাযথ জবাব খুঁজতে উত্তর-দক্ষিণ ভাবছিলাম- হঠাৎ একটা উত্তর মনে এসে গেলো। লিখতে পারি- তাই লিখি। আরেব্বাহ্, দারুণতো! লিখতে পারি, তাই লিখি। সাউন্ডটা খারাপ নয়।



কি লিখি ? সত্যিই কি কিছু লিখতে পারি ? কেউ কেউ বলে থাকেন, অন্যের লেখা বুঝি, নিজের লেখা বুঝিনা। আমার বেলায় তেমন কিছু হয় না। আর লিখতে গিয়ে এতো ভেবেই বা কি করবো? অতোদূর ভাববার অবকাশই বা কোথায়! যতটুকু লিখতে পারি, অতোটুকু লিখি।

কলম হাতে ঠিক করি- কি লিখবো। তারপর- কিভাবে লিখবো। এরপর, লেখার সাথে কাকে কাকে সম্পৃক্ত করবো। কি লিখবো বলতে, যেই মেসেজ দিতে চাই। চেষ্টা থাকে মেসেজটি সময়োপযোগী হয়। কিভাবে লিখবো বলতে, শব্দ চয়নের কথা ভেবে থাকি। আর চেষ্টা থাকে- খুব সহজ সরল শব্দ নির্বাচন।

আমার লেখায় “আমি” নিয়ে একটু লুকোচুরি, এবং “তুমি” নিয়ে একটু ঝামেলা পাকিয়ে থাকি, এই যা।

সবশেষে, উপস্থাপনার ধারাবাহিকতা ও উপসংহার। অনেকে উৎসাহ দিয়ে থাকেন। আনন্দ পাই। সেজন্যও লিখি। এ ছাড়া, লিখলে পড়ার আগ্রহ সৃষ্টি হয়- লেখার সেটাও একটা কারণ। আর যে কারণে আমি লিখতে পারি, সে কথা না হয় আজ না-ই বললাম !

-

১০.০৩.২০২২

 

No comments

Powered by Blogger.