Header Ads

Header ADS

উল্টো মগজের কারসাজি

 আলী মুনশী

 ১. মানুষ যেদিন বুঝতে পারলো যে, সকল মানুষই সমান। ঠিক সেদিন থেকেই বর্ণ-বৈষম্য, ধনী-দরিদ্র, পেশা-আচার ইত্যাদির দোহাই দিয়ে মানুষে বিভাজনের দেয়াল উত্তোলনের কাজে লেগে গেলো।

২. মানুষ যেদিন থেকে বুঝতে পারলো সব কিছু তার নিয়ন্ত্রণে নেই। সুপার পাওয়ার, ঈশ্বর, প্রকৃতি যে নামেই থাক একটি অদৃশ্য শক্তি দ্বারা একটি বিশেষ প্রক্রিয়ায় পৃথিবীর সবকিছু পরিচালিত হচ্ছে। সেদিন থেকেই ঐ শক্তিকে অস্বীকার করার কাজে লেগে গেলো।

৩. ধর্ম বিষয়টি লোক দেখানো কোন বিষয় নয়, যেদিন থেকে মানুষ জানতে পেরেছে। সেদিন থেকেই তারা ধর্মকে আচার অনুষ্ঠানের মধ্যে বেধে ফেলার চেষ্টায় কাজ করে চলেছে।

৪. মুসলমানেরা যেদিন জেনে গেলো যে, জ্বীন এবং ইনসানকে আল্লাহ তায়ালা কেবলই এবাদতের জন্য সৃষ্টি করেছে। সেদিন থেকেই এবাদতে ফাঁকি দেওয়ার জন্য এবাদতের শ্রেণি বিন্যাসের কাজে লেগে গেলো। এখনতো ২৪ ঘণ্টার এবাদত কমিয়ে ১৭ রাকায়াত ফরজ নামাজে ১৭ মিনিট- এমন পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হয়েছে।




 - আজ এটুকুই। আগামীতে আরো লেখার ইচ্ছে রইলো।

 

-

১০.০৩.২০২২

1 comment:

Powered by Blogger.